রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাকসু নির্বাচনে ব্যতিক্রমী এক প্রচার চালালেন ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদপ্রার্থী আবদুল্লাহ আল কাফী। সোমবার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বরে দেখা যায়, তিনি নবাব সিরাজউদ্দৌলার সাজে—মাথায় মুকুট, গায়ে নবাবি পোশাক পরে, সঙ্গে ঢোলের শব্দে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করছেন।
তিনি বলেন, “আমি শুধু প্রচারণার জন্য নবাবের সাজে আসিনি, এটি একটি প্রতিবাদের প্রতীক। সিরাজউদ্দৌলা যেমন ষড়যন্ত্রের শিকার হয়ে বাংলার স্বাধীনতা হারান, আজও সংস্কৃতির ওপর আধিপত্যবাদী আগ্রাসন চলছে। সেই প্রতিরোধের বার্তা দিতেই আমি এসেছি।”
আবদুল্লাহ কাফীর দাবি, সংস্কৃতি শুধুই বিনোদন নয়, এটি সমাজের দর্পণ। “বর্তমানে সংস্কৃতিকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আমি চাই, সংস্কৃতির মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি করতে।”
তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে মুক্তচিন্তা ও প্রগতিশীল সাংস্কৃতিক চর্চাকে আরও জোরদার করবেন রাবি ক্যাম্পাসে।