হৃদয় খান,হবিগঞ্জ ::
হবিগঞ্জের নবিগন্জ থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করেছে হবিগঞ্জ বন বিভাগ।
(৬ মার্চ) সোমবার দুপুরে ওসমানী নগর রোডের প্রাইম ব্যাংক থেকে উক্ত স্তন্যপায়ী বন্যপ্রাণীটি উদ্ধার করা হয়। হবিগঞ্জ বনবিভাগ সূত্রে জানা যায়,মোবাইল থেকে খবর আসলে তাৎক্ষনিক হবিগঞ্জ বনবিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী সংগীয় ফোর্স নিয়ে সেখানে হাজির হন। এবং আহত গন্ধগোকুলটি উদ্ধার করেন।এ ব্যাপারে হবিগঞ্জ বনবিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান,আহত গন্ধগোকুলটিকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। সুস্থ হলেই বনের এই নিশাচর প্রাণীটিকে অবমুক্ত করা হবে।