মাজহারুল ইসলাম বাদল, বিশেষ প্রতিনিধি ::
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের মাল্লার বাড়ী ব্রীজ সংলগ্ন ভরাট করা একটি সরকারি খাল ও অবৈধ ভাবে গড়ে ওঠা একটি দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নবীনগরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
সরজমিনে দেখা যায়,ইব্রাহিমপুর গ্রামের কয়েকজন লোক দীর্ঘদিন যাবত সরকারি জায়গা দখল করে তাতে স্হাপনা তৈরী করতে চেয়েছিলেন ফলে দখলকারী সফিক মিয়া কে আগামী পাঁচ দিনের মধ্যে সরকারি খাল থেকে বালি সরিয়ে নেয়ার জন্য মুচলেখা নেয়া হয়। পাশাপাশি, সরকারি খালে অবৈধভাবে দোকান নির্মাতা মাইনুউদ্দিন কে সাত দিনের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পরে জিনদপুর ইউনিয়নের জিনদপুর গরুর বাজারের পশ্চিম পাশে সরকারি খাল ভরাটকারী হাসান উদ্দিন কে ও তিনদিনের মধ্যে সরকারি খাল থেকে বালি সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেন। এরপর জিনদপুর বাজারে অন্তর মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন হাজার টাকা জরিমানা করেন।
সরকারি জায়গায় অবৈধ দখল উচ্ছেদ করতে আজ নবীনগরের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এ অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান ,ইব্রাহিমপুর কয়েকজন লোক দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে আসছিল। ইউএনও স্যারের নির্দেশনা মোতাবেক সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করি। অভিযান কালে ইব্রাহীমপুরে অবৈধভাবে সরকারি খাল ভরাট করায় ও জিনদপুরে অবৈধ ভাবে গড়ে উঠা একটি দোকান নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে নেয়ার মুচলেকাসহ কঠোর নির্দেশনা দেয়া হয়। তারপর জিনদপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি মিষ্টির দোকানীকে তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং বাজার কমিটির সভাপতিকে ডেকে মূল্য তালিকা প্রদর্শনসহ পরিস্কার পরিচ্ছন্নভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ করে ব্যবসা পরিচালনা করার ব্যাপারে সকল দোকানদারকে জানানোর জন্য বলা হয়। পরবর্তীতে অসংগতি দেখলে বড় অংকের জরিমানা করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।