
মাজহারুল ইসলাম বাদল, বিশেষ প্রতিনিধি ::
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সীতারামপুরে নবীনগর টু আশুগঞ্জ সড়ক ও তিতাস নদীর উপর নির্মিত স্বপ্নের সেতুর কাজ দ্রুত ত্বরান্বিত করতে এবাদুল করিম বুলবুল এমপি পরিদর্শন করেন।
আজ ১৭ ফেব্রুয়ারী রোজ শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে সীতারামপুর সেতু সংলগ্ন স্থানে জনসভায় সেতু সংযোগ সড়ক ও সড়কের ভূমিদাতার সাথে মতবিনিময় করেন।
উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এবাদুল করিম বুলবুল এমপি।
এতে আরো বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এড. সুজিত কুমার দেব, ইয়ামিন হাসান জামিল, প্রনয় কুমার ভদ্র পিন্টু, উপজেলা মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুর রহমান সোহেলসহ অন্যন্যরা।
জনসভা শেষে এমপি পরিদর্শন করেন ও এড. সুজিত কুমার দেবের নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ লাগবে একটি কমিটি করে দেন।
এবাদুল করিম বুলবুল এমপি বলেন, যাদের ভূমি সেতু সংযোগ সড়ক ও সড়কে যাদের ভূমি পড়েছে তাদের যেন কোন সমস্যায় পড়তে না হয় সেজন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। এ সময় প্রিন্ট ও অন-লাইন মিডিয়ার সংবাদকর্মীবৃন্দসহ স্থানিয়রা উপস্থিত ছিলেন।