নরসিংদীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ চিত্র ডেস্ক

মাজহারুল ইসলাম বাদল, বিশেষ প্রতিনিধি ::

নরসিংদীতে গোয়েন্দা (ডিবি)পুলিশ ২০ কেজি গাঁজা সহ ভজন চন্দ্র সরকার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ভজন চন্দ্র সরকার সদর থানার হাজীপুর ইউনিয়নের সুভাষ চন্দ্র সরকারের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ গনি মিয়ার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নরসিংদী মডেল থানাধীন পূর্ব দত্তপাড়া পুরাতন লঞ্চ ঘাটস্থ মতিন সরকারের স্টেশনারি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ভজন চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি ভজন চন্দ্র সরকার এর বিরুদ্ধে পূর্বে আরো ২টি মাদক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Share This Article