মাজহারুল ইসলাম বাদল, বিশেষ প্রতিনিধি ::
ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) নরসিংদী শহর সমাজসেবা কার্যালয়ে এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেমিনারের কার্যক্রম উদ্বোধন ও মূল প্রবন্ধ উপস্থাপনা করেন নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোস্তফা মনোয়ার।
নরসিংদী জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস, এর সভাপতিত্ব সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা কার্যালয়ের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক আদিল মুত্তাদিন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নঈম জাহাঙ্গীর, উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল ইসলাম খান, শহর সমাজসেবা অফিসার মোঃ রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা শর্মিলা সাঈদ, ডিআরডিবি’র উপ-পরিচালক এস এম জুয়েল, মনোহরদী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মনির হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর এর অফিসার মোঃ জামাল উদ্দিন, নরসিংদী মডেল থানার এসআই মাসুদ আল ফারুক, সমন্বয় পরিষদ এর সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সমন্বয় সাবেক সভাপতি আফরোজা সুলতানা, পাপড়ির নির্বাহী পরিচালক মোঃ বাছেদ সহ উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকবৃন্দ, সরকারি বিভাগের কর্মকর্তাগণ, এনজিও সকল বিভাগের কর্মকর্তা, এসময় সেমিনারে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সুদমুক্ত ক্ষুদ্রঋণের কিভাবে সুষ্ঠু ব্যবহার করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় এবং দরিদ্র জনগোষ্ঠিকে বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের মাধ্যমে মুলধারায় নিয়ে আসা ও তাদের জীবনমানের উন্নয়ন করা যায় সে বিষয়ে জোরারোপ করা হয়। সেই সাথে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা গড়ে তুলে দেশের বাহিরেও কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আস্বস্থ করেন বক্তারা।