
মাজহারুল ইসলাম বাদল, বিশেষ প্রতিনিধি:: নরসিংদী শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত বরণ অনুষ্ঠান গত রবিবার (১৯ ফেব্রুয়ারি) উদযাপন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে পলাশতলা প্রাঙ্গনে আনুষ্ঠিত বসন্ত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমী সভাপতি জেলা ম্যাজিস্ট্রট আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া। প্রধান অতিথি ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বসন্ত বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শাহেলা বেগন। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন এইচ এম আজিমুল সহকারী কমিশনার সহ উদ্যোতন কর্মকর্তাবৃন্দ। শেষে প্রধান অতিথি বিভিন্ন বিষয়ে উত্তীর্ণ একাডেমির শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন প্রধান অতিথি। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা।