
মাজহারুল ইসলাম বাদল, বিশেষ প্রতিনিধি:-
নরসিংদী জেলা দ্বিতীয় বিভাগ টি-২০ ক্রিকেট লীগে বিলাসদী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে। ৬ ডিসেম্বর, মঙ্গলবার নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফাইনাল খেলায় গিলাবের স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও ম্যাডেল বিতরণ করেন।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও নরসিংদী এডিসি (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে লীগের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূইয়া প্রমুখ।
বাংলাদেশ চিত্র/ আনিস