মাজহারুল ইসলাম বাদল(বিশেষ প্রতিনিধি):-
নরসিংদী সদর সাব-রেজিষ্ট্রি অফিসের প্রয়াত দলিল লেখকদের মৃত্যূভাতা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সাড়ে ১২ টার দিকে এ মৃত্যূভাতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রয়াত ৫ জন দলিল লেখকের পরিবারের সদস্যদের মধ্যে মৃত্যূভাতা প্রদান করা হয়। মৃত্যুভাতা প্রাপ্ত প্রয়াত দলিল লেখকগন হলেন, আলহাজ্ব হরমুজ আলী (৫ লাখ), আতাবুদ্দিন (৫ লাখ), মো. শহিদুল্লাহ সরকার (৫ লাখ), বেনুজির আহমেদ (দেড় লাখ) ও আনোয়ার হোসেন (দেড় লাখ)।
বাংলাদেশ দলিল লেখক সমিতি ও জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব নূরআলম ভূঁইয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর সাব রেজিষ্ট্রার এস এম মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন (নান্নু মোল্লা), নরসিংদী সদর দলিল লেখক সমিতির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ ইবনে রহিছ মিঠু, নরসিংদী সদর দলিল লেখক সমিতির উপদেষ্টা আলহাজ্ব আতাউর রহমান, আলহাজ্ব মো. বদরুজ্জামান সরকার ও শাহজাহান ভূঁইয়া।
নরসিংদী সদর দলিল লেখক সমিতির আহবায়ক জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সদর দলিল লেখক সমিতির সদস্য সচিব মামুন ভূঁইয়া, নরসিংদী জেলা মহাফেজ খানা ও তল্লাশকারক সমিতির সভাপতি সাখাওয়াৎ হোসেন কাজল, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ জনিসহ অন্যান্য দলিল লেখক গণ।
আলোচনা সভা শেষে মৃত্যুভাতা প্রাপ্ত প্রয়াত দলিল লেখকদের পরিবারের মনোনীত সদস্যদের হাতে মৃত্যুভাতার চেক তুলে দেন।
পরে প্রয়াত দলিল লেখকদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নূরুল্লাহ।
বাংলাদেশ চিত্র/আনিস