
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নরোত্তমপুর মরিয়ম রশিদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে চন্দন সাহার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, সাবেক ইউপি চেয়ারম্যান কবির আহমেদ, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার মোহাম্মদ ছালেহ আহমেদ সোহেল,
প্রতিবাদী কন্ঠের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ আজিম মিয়া।
দিন ব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় প্রত্যেক ক্লাস ও বিভাগীয় ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের জাকজমক ভাবে নাচ-গান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
এরপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ উল্লাহ সেলিম, গোলাম মর্তুজা, মোহাম্মদ নাদিরুজ্জামান, মোহাম্মদ ইকবাল, উক্ত স্কুলের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, আবদুল্যা মোহাম্মদ ফারুক
সহ আরো অনেকে।