নলডাঙ্গায় জাতীয় যুব দিবস পালিত

বাংলাদেশ চিত্র ডেস্ক

মোঃ রবিউল ইসলাম ( নলডাঙ্গা ) নাটোর ::

স্মার্ট যুব সমৃদ্ধ বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। যুব দিবস উদযাপন উপলক্ষে রেলি, আলোচনা সভা, ঋণ বিতরণ করা হয়।
১ নভেম্বর বুধবার সকালে নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে যুব দিবস উপলক্ষে সংক্ষিপ্ত রেলি শেষে উপজেলা হলরুমে জাতীয় যুব দিবস পালিত উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শত শত স্বপ্নবাজ তরুণ/তরুণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জাতীয় যুব দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা যুব কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,ভাইস চেয়ারম্যান আঃ আলিম সরদার, বিপ্রবেলঘড়িয়া ইউপি চেয়ারম্যান শাজাহান আলী,মাধনগর ইউপি চেয়ারম্যান জব্বার মৃধা, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব জহুরুল ইসলাম ও রেজাউল করিম সহ প্রমুখ।

Share This Article