নাঈমকে বাদ দিয়ে সৌম‌্যকে ফেরাল বিসিবি, নতুন মুখ মাহিদুল

বাংলাদেশ চিত্র ডেস্ক

নাঈমকে বাদ দিয়ে সৌম‌্যকে ফেরাল বিসিবি, নতুন মুখ মাহিদুল

রোলার কোস্টারের মতো বাংলাদেশের ওপেনারদের জায়গা ঘুরছে। আজ অমুক বাদ পড়ছেন তো কাল তমুক ঢুকছেন। আবার যিনি ঢুকছেন তিনিও পারছেন না জায়গা পাকাপাকি করতে। ফলে বাধ‌্য হয়ে নতুন কাউকে কিংবা বাদ পড়াদের মধ‌্যে কাউকে নিয়ে আসা হচ্ছে। কে কেন বাদ পড়ছেন তা স্পষ্ট। কিন্তু কেন আবার ঢুকছেন তা স্পষ্ট নয়!
সৌম‌্য সরকারের কথাই ধরুণ। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে তার যাওয়ার কথা সংযুক্ত আরব আমিরাত। যেতে পারেননি ভিসা জটিলতায়। খেলেছেন জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে। যেখানে ফাইনাল ম‌্যাচে চরম বাজে ব‌্যাটিংয়ে রান করেছেন ২২ বলে ৮। আউটের ধরণ দেখলে তাকে নিয়ে নির্বাচকরা দ্বিতীয়বার ভাবনার কারণ নেই। অথচ তাকেই কিনা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ফেরানো হলো।
কার জায়গায়? নাঈম শেখের জায়গায়। দুই বছর পর ওয়ানডে দলে ফিরে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম‌্যাচে নাঈম ২৪ বলে করেন ৭ রান। দেশে ফিরতেই তিনি বাতিলের খাতায়। অথচ তাকে ফেরানোই বা কেন হয়েছিল, এক ম‌্যাচে ব‌্যর্থতার পর বাদই বা কেন পড়লেন?
আগামী শনিবার থেকে মিরপুরে শুরু হবে ক‌্যারিবীয়ানদের বিপক্ষে তিন ম‌্যাচের ওয়ানডে সিরিজ। ২১ ও ২৩ অক্টোবর হবে বাকি দুই ম‌্যাচ। ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়।
বাংলাদেশের সবশেষ স্কোয়াড থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে। নাঈম শেখের সঙ্গে বাদ পড়েছেন নাহিদ রানা। সৌম‌্যর সঙ্গে দলে এসেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। যদিও এরই মধ‌্যে তার টেস্ট খেলার অভিজ্ঞতা হয়েছে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে মাহিদুল খেলেছেন ৯৬ ম্যাচ। ৪ সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে প্রায় সাড়ে তিন হাজার রান করেছেন। গড়টাও সুন্দর, ৪৪.৫৩। গত মে মাসে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলে রান করেছিলেন যথাক্রমে ১০৫ ও অপরাজিত ৪২।
আফগানদের বিপক্ষে শেষ ম্যাচ দিয়েই ওয়ানডে ক্রিকেটে ফেরেন নাহিদ। কিন্তু কার্যকর বোলিং করতে পারেননি। ৮.২ ওভারে ৫৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম‌্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

Share This Article