নাচ, গান, আবৃত্তি, জাদু প্রদর্শন ও নাটকের মাধ্যমে ‘সাংস্কৃতিক ঐক্য’র বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ চিত্র ডেস্ক

বিজয় দিবস উপলক্ষে নাচ, গান, আবৃত্তি, জাদু প্রদর্শন ও নাটকসহ নানান সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ‘বিজয় উৎসব’ পালন করেছে বিপ্লবী ‘সাংস্কৃতিক ঐক্য’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সোমবার (১৬ ডিসেম্বর) চারদিন ব্যাপী বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠান ছিল। এদিন আলোচনা, বিজয় শোভাযাত্রা ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব উদযাপিত হয়।

নাচ, গান, আবৃত্তি, জাদু প্রদর্শন ও নাটকের মাধ্যমে ‘সাংস্কৃতিক ঐক্য’র বিজয় দিবস উদযাপন

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিপ্লবী ‘সাংস্কৃতিক ঐক্য’র প্রতিষ্ঠাতা সদস্য সরোয়ার হোসেন খান। এ ছাড়া, আলোচনা সভায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের প্রাচ্য কলা বিভাগের শিক্ষক ড. মো. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান  ড. শেখ মনির উদ্দিন জুয়েল।

প্রধান অতিথি ও উদ্বোধক অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার বলেন, কয়েকদিন আগেও চারুকলার দেয়ালে অন্য কিছুর ছবি ছিল। আজকের দেয়াল দেখে বোঝা যাচ্ছে, এটি শিল্পাচার্য জয়নুল আবেদীন-এর চারুকলা।

এ সময় তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফলে আমরা এই মঞ্চে দাঁড়াতে পেরেছি। প্রাচীন বাংলার মাৎসান্যায়ের সঙ্গে গত পনের বছরের ফ্যাসিস্ট সরকারের শাসনকে তুলনা করে তিনি বলেন, নতুন বাংলাদেশের প্রথম বিজয় উৎসব এটি।

নাচ, গান, আবৃত্তি, জাদু প্রদর্শন ও নাটকের মাধ্যমে ‘সাংস্কৃতিক ঐক্য’র বিজয় দিবস উদযাপন

আলোচনায় ড. শেখ মনির উদ্দিন জুয়েল বলেন, বিপ্লবী ‘সাংস্কৃতিক ঐক্য’র এই আয়োজন সময় উপযোগী সিদ্ধান্ত। এই আয়োজন আমাদের আবেগের সঙ্গে সম্পৃক্ত।

আলোচনা শেষে প্রধান অতিথি ও উদ্বোধক অন্যান্য অতিথিদের সঙ্গে বিজয় শোভাযাত্রা উদ্বোধন করেন। এই শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে চারুকলায় এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বিপ্লবী ‘সাংস্কৃতিক ঐক্য’র প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদুল হাসানের সমন্বয়ে নাচ, গান, আবৃত্তি, জাদু প্রদর্শন ও নাটক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠিত হয় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। এটি সঞ্চালনায় ছিলেন বিপ্লবী ‘সাংস্কৃতিক ঐক্য’ এর সদস্য সচিব কল্লোল শরিফী।

Share This Article