নাজিরপুরে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র উদ্যোগে পৃথক ত্রান সামগ্রী বিতরন

বাংলাদেশ চিত্র ডেস্ক

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর উদ্যোগে পৃথকভাবে ত্রান সমগ্রী বিতরন করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি হওয়া ঘুর্ণিঝড় রেমালে উপজেলার শেখমাটিয়া ও দীর্ঘা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ অসহায়দের গতকাল বুধবার বিকালে ও সকালে ওই ত্রান সামগ্রী বিতরন করা হয়।

উপজেলা চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীনের নিজস্ব উদ্যোগে উপজেলা শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা আবাসন এলাকায় ওই ত্রান বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. মনিরুজ্জামান আতিয়ার, ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. হাবিবুর রহমান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ জানান, তিনি উপজেলার দীর্ঘা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ক্ষতিগ্রস্থদের হাতে ওই ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছেন।

Share This Article