নাটোরের তেবাড়িয়ায় বই বিতরণ উৎসব

বাংলাদেশ চিত্র ডেস্ক

নাটোরের তেবাড়িয়ায় বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ২০২৩ শিক্ষাবর্ষের বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে তেবাড়িয়া ইউনিয়নের লেংগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী প্রধান।

বই উৎসব উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির সভাপতি আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষিকা আকলিমা খাতুন , স্থানীয় যুবলীগ নেতা মিজানুর রহমান মিঠু।

এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের প্রয়াত সভাপতি ও দাতা সদস্যর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Share This Article