নাটোরের তেবাড়িয়া ইউনিয়নে ক্রীড়া সামগ্রী বিতরণ

বাংলাদেশ চিত্র ডেস্ক

নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নে ক্রীড়া সামগ্রী ফুটবল বিতরণ করা হয়েছে।

০২ নং তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি ওমর আলী প্রধানে’র পক্ষ থেকে উক্ত ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের বিভিন্ন বয়সী খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী (ফুটবল) বিতরণ করেন ছাত্রলীগ নেতা রিফাত আল আমিন মিম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন যুবনেতা মিজানুর মিঠু।

মঙ্গলবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে এ কার্যক্রম চালান তারা।

চেয়ারম্যান ওমর আলী প্রধান বলেন, ক্রীড়া সামগ্রী পেতে মেম্বার-চেয়ারম্যান এর পেছনে আর ঘুরতে হবে না। নিয়মিত খেলাধুলা করলে যাবতীয় সামগ্রী মাঠে পৌঁছে যাবে। তিনি আরও বলেন, এ কার্যক্রম চালিয়ে যেতে আমার ব্যাক্তিগত ও ইউনিয়ন পরিষদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।

ছাত্রলীগ নেতা রিফাত বলেন, কিশোর ও যুব সমাজকে বিভিন্ন ক্ষতিকারক দিক থেকে দূরে সরিয়ে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আর চেয়ারম্যান ওমর আলী প্রধান এর ভাবনা কিভাবে যুব সমাজকে ক্রীড়ামূখী করা যায়। আর তারই অংশ হিসেবে এ উদ্যোগ।

Share This Article