আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালির শোকের দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল রাতে বিপথগামী কিছু সেনাসদস্য বঙ্গবন্ধুকে হত্যা করেন। বিপথগামী সেনাসদস্যের হাতে বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন।
আর এই দিনটিকে সারা দেশের মানুষই সশ্রদ্ধে চিত্তে স্মরণ করেন।
তারই অংশ হিসেবে নাটোরের তেবাড়িয়া ইউনিয়ন পরিষদে দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
সোমবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে দিনটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি ওমর আলী প্রধান। এসময় আরও উপস্থিত ছিলেন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ওমর আলী প্রধান শোক দিবস সম্পর্কিত বিস্তর আলোচনা করে বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকারী, বিভিন্ন দেশে পালিয়ে থাকা আত্মশীকৃত খুনিদের দেশে এনে বিচারের দাবি জানান।