নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ হলরুমে বাজেট সভার কার্যক্রম শুরু করা হয়।
এসময় ০২নং তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর আলী প্রধানে'র সভাপতিত্বে উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা জনাব, রনী খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিউল ইসলাম, কো-অর্ডিনেটর টি আই বি নাটোর। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব মোছাঃ মাহফুজা খাতুন, হিসাবসহকারী কাম- কম্পিউটার অপারেটর শরিফুল ইসলাম সুজন সহ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশগণ।
এবছর তেবাড়িয়া ইউনিয়নের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও ভৌত অবকাঠামোকে বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে ৯,৮২০,০০০টাকা বাজেট ঘোষণা করেন উক্ত পরিষদের চেয়ারম্যান ওমর আলী প্রধান।