
নাটোরে অসহায় ও হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন।
রোববার (৫ জানুয়ারি) রাতে সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় দুই শতাধিক শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র তুলে দেন জেলা বিএনপির নেতারা। সিঙ্গাপুর প্রবাসী স্বেচ্ছাসেবক দল নেতা শাহিনুর রহমান শাহিনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপি নেতারা।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন বলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্দেশনায় এবং তার পক্ষেই শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার এই ছোট্ট উদ্যোগ। সামনের দিনে এই উদ্যোগ চলমান থাকবে বলে জানান তিনি।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাসিম উদ্দিন, থানা বি এন পির সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছদরুল ইসলাম ডাম্বেল, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি, ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী শাহ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।