নাটোরে অগিকান্ড ভস্মিভূত ২৪ পরিবারের দাবি পূরণ

নাসিম উদ্দীন নাসিম, নাটার প্রতিনিধি

জলা প্রশাসক আবু নাছর ভঁঞা জানান, ভুক্তভাগীদর দাবি ছিল একটি পুকুর খনন কর দওয়ার। অগিকান্ডর সময় পুকুর পানি থাকল এত ভয়াবহ দূর্ঘটনা হয়তা ঘটত না। ¯ানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল নাটার আসল এটির উদ্বাধন করা হব। এছাড়া এখানকার মানুষর জীবন মানর উনয়নকল্প প্রয়াজনীয় ব্যব¯া নওয়া হব বলও জানান তিনি।

এসময় অন্যান্যর মধ্য উপ¯িত ছিলন, নলডঙ্গা উপজলা নির্বাহী অফিসার রাজিনা আক্তার, বরদ্র বহুমূখী উনয়ন কর্তপক্ষ’র (বিএমডিএ) নাটার জানর সহকারি প্রকশলী মুহাম্মদ আহসানুল করিম, বিএমডিএ’র নাটার রিজিয়নর নির্বাহী প্রকশলী মাঃ মনিরুজ্জামান, উপসহকারী প্রকশলী মাঃ আব্দুল মতিন প্রমূখ।

উল্লখ্য, গত ২৪ এপ্রির ভয়াবহ অগিকান্ড নাটারর নলডাঙ্গা উপজলার বাশিলা গ্রামর ২৪ টি পরিবারর ৩০টি ঘর ভস্মীভত হয় যায়।

Share This Article