গোলাম রাব্বানী, বিশেষ প্রতিনিধি ::
নাটোরের বড়াইগ্রামের খাকসা উত্তরপাড়া গ্রামে অগ্নিকান্ডে পুড়ে দুই সন্তানসহ মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত মায়ের নাম সোমা আক্তার (৩০), নিহত দুই সন্তানের নাম অনিয়া (১০) ও অমর (৩ বছর ৬ মাস)। অগ্নিকাণ্ডে স্বামী অলি প্রামাণিক (৩৫) মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
মঙ্গলবার(৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার খাকসা উত্তরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগুন ছড়িয়ে পড়লে অলি প্রামানিক ও তার বৃদ্ধ মা ঘর থেকে বের হতে পারলেও তার স্ত্রী ও দুইসন্তান ঘর থেকে বের হতে পারনি। আগুন পুড়েই তাদের মৃত্যু হয়। এসময় আগুন নেভাতে গিয়ে স্বামী অলি প্রমানিক দগ্ধ হন। পরে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পরে খবর পেয়ে নাটোর ও বনপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভায়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানান তারা।
বড়াইগ্রাম থানার কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, আগুনে পুড়ে এক গৃহবধূ ও তার দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। স্বামী অলিকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা প্রশাসক শামীম আহমেদ। তিনি নিহতদের দাফন কাফনের জন্য বিশ হাজার টাকা আত্মীয়-স্বজনের কাছে স্থানান্তর করেন। আহতের উন্নত চিকিৎসার ব্যবস্থা ও পুড়ে যাওয়া ঘরের স্থানে নতুন ঘর তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।