নাটোরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজার পরিদর্শন করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার বেলা ১২টায় নাটোরের নিচা বাজারের মুদি, পাইকারি এবং ফলের দোকানে পদির্শন করা হয়। এ সময় চার দোকানদারকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের নাটোরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর।
এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজার পরিদর্শন করার পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতামূলক লিফলেট ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ও প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টানিয়ে রাখার জন্য বলা হয় এবং নকল পণ্যের বিষয়ে দোকানীদের বিশেষভাগে অবগত করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর বলেন, নাটোর নিচাবাজারে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীরা যাতে দ্রব্যমূল্যের দাম সহনশীল রাখে ও মূল্য তালিকা টানিয়ে রাখে সে ব্যাপারে তাদেরকে অবগত করা হয়। এ সময় দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার পরিদর্শনে অংশ নেওয়া শেখ রিফাদ মাহমুদ জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকারের অভিযানের বিকল্প নাই। প্রতিটি বাজারে এ ধরনের অভিযান পরিচালনা করা উচিত।
এ সময় শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন শেখ রিফাদ মাহমুদ, ইফতেখার শাওন, মশিউর রহমান ফুয়াদ, আল আমিন, শুভ, প্রান্ত প্রমুখ।
আপনার মতামত লিখুন :