প্রতি বছর শীত এলে চোখে পড়ে ছিন্নমূল ও অসহায় মানুষের হাড় কাঁপানো কষ্ট। এ কষ্ট লাঘবে এগিয়ে এসেছে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন। নাটোরে অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে নাটোরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও নাটোর পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ এবং যুবপ্রধান রাহীক খান চৌধুরী।
উদ্বোধনকালে মোঃ জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী বলেন, “শীত প্রতিবছরই গরিব-অসহায় মানুষের জন্য এক কঠিন বার্তা নিয়ে আসে। সামর্থ্যবান মানুষদের খুব কমই এ সময়ে এগিয়ে আসতে দেখা যায়। এবার আমরা পরিকল্পিতভাবে নাটোর শহরের বিভিন্ন এলাকার নৈশ প্রহরী, গৃহহীন, দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি আমাদের সকলের দায়বদ্ধতা রয়েছে।”
শহরের রেল স্টেশনসহ বিভিন্ন এলাকার ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে রাতভর কম্বল বিতরণ করে সংগঠনের কর্মীরা। এ প্রসঙ্গে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যুবপ্রধান রাহীক খান চৌধুরী বলেন, “অসহায় মানুষের জন্য আমাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। রাতভর ঘুরে ঘুরে অসহায় মানুষদের গায়ে কম্বল জড়িয়ে দেওয়া হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সুবিধাবঞ্চিত এলাকায় কম্বল পৌঁছে দেওয়া হবে।”
এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই আমরা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে আসছি। এ ধারাবাহিকতায় শীতার্তদের পাশে দাঁড়ানোসহ মানবিকে কার্যক্রমে আমরা সবসময় মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছি।”
উল্লেখ্য, এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ঈদে উপহার সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান, নতুন পোশাক উপহার, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। এমন মানবিক উদ্যোগের মাধ্যমে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কাজ করে চলেছে।