কেদ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুন বগুড়াতে যুব দল ছাত্রদল স্বছাসেবক দলের তারণ্যর সমাবেশ উপলক্ষে নাটাের নবাব সিরাজ উদ- দলা সরকারী কলেজ ছাত্রদলের উদ্যগে লিফলেট বিতরন করা হয়। এ উপলক্ষে আজ রবিবার বলা ১২ টায় নবাব সিরাজ উদ- দলা সরকারী কলেজ ছাত্রদল কলেজ শাখার আহবায়ক এস এম জুবায়ের নেতৃত্বে লিফলেট বিতরন করা হয়।
এ সময় আরা উপস্থিত ছিলেন সদস্য সচিব মীর হাবিব, যুগ আহবায়ক এম আরিফ, সদস্য সমজান আলী, আরাফাত হাসন, নাইম সহ অন্যান্য নেতাবাদ। এ সময় তারা বলেন, দশ আজ এক কঠিন ক্রাÍিকাল অতিক্রম করেছে। এই ফ্যাসিবাদ সরকার কে উচ্ছেদ করেত হলে তরুণ ও যুব সমাজ কে গর্জে উঠতে হবে। তবেই এই অবধ সরকার কে পতন ঘটনাে সম্ভব হবে। আর এই আন্দলন সামনে থেকে নতৃত্ব দিব যুবদল ছাত্রদল স্বছাসবক দল।