নাটোর তারণ্যর সমাবেশ সফল করার লক্ষ লিফলট বিতরননাটার প্রতিনিধি

নাসিম উদ্দীন নাসিম, নাটাের প্রতিনিধি

কেদ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুন বগুড়াতে যুব দল ছাত্রদল স্বছাসেবক দলের তারণ্যর সমাবেশ উপলক্ষে নাটাের নবাব সিরাজ উদ- দলা সরকারী কলেজ ছাত্রদলের উদ্যগে লিফলেট বিতরন করা হয়। এ উপলক্ষে আজ রবিবার বলা ১২ টায় নবাব সিরাজ উদ- দলা সরকারী কলেজ ছাত্রদল কলেজ শাখার আহবায়ক এস এম জুবায়ের নেতৃত্বে লিফলেট বিতরন করা হয়।

এ সময় আরা উপস্থিত ছিলেন সদস্য সচিব মীর হাবিব, যুগ আহবায়ক এম আরিফ, সদস্য সমজান আলী, আরাফাত হাসন, নাইম সহ অন্যান্য নেতাবাদ। এ সময় তারা বলেন, দশ আজ এক কঠিন ক্রাÍিকাল অতিক্রম করেছে। এই ফ্যাসিবাদ সরকার কে উচ্ছেদ করেত হলে তরুণ ও যুব সমাজ কে গর্জে উঠতে হবে। তবেই এই অবধ সরকার কে পতন ঘটনাে সম্ভব হবে। আর এই আন্দলন সামনে থেকে নতৃত্ব দিব যুবদল ছাত্রদল স্বছাসবক দল।


Share This Article