৮ এপ্রিল, সোমবার নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে অংশ নেয় বিভিন্ন ব্যাচের সাবেক প্রায় ৭০০ শিক্ষার্থী।
আসরের আযানের আগ মুহুর্তে শিক্ষার্থীদের উপস্থিতি শুরু হয়। এসময় প্রথমে তারা একত্রিত হয়ে আসরের নামায আদায় করে। এরপর তারা ফিলি*স্তিনের পক্ষে একত্রিত হয়ে সমস্বরে স্লোগান দেয়।
সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় অতিথি হিসেবে যোগ দেয় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীবৃন্দ। এসময় শিক্ষার্থীসহ আগত সকলের মাঝে বেশ আনন্দঘন মুহুর্তের সৃষ্টি হয়। দীর্ঘদিন পরে একে অপরের সাথে দেখা হওয়ায় সবাই খোশগল্পে মেতে ওঠে।
সন্ধ্যা নামতেই ঝলমলে আলোয় আলোকিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। সারিবদ্ধভাবে বসে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয় ইফতারে।
আয়োজকরা জানায়, প্রতিবছর রমজান মাসে সাবেক শিক্ষার্থীদের একত্রিত করে বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে এ অনুষ্ঠান কার্যক্রম সম্পন্ন হয়।
এছাড়াও প্রতিবছর ঈদ উল আযহার ছুটিতে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে 'নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় রি-ইউনিয়ন ফুটবল চ্যাম্পিয়নশিপ' নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় বলেও জানান তারা।
ইফতার মাহফিলে আগত সাবেক শিক্ষার্থী ও স্টুডেন্ট কেবিনেটের সাবেক সভাপতি শেখ রিফাদ মাহমুদ জানান, ইফতার মাহফিলে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা একত্রিত হওয়ায় ঈদের আমেজ বিরাজ করছে।
এসময় আয়োজকদের প্রতি ধন্যবাদ জানান তিনি।