ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে গত রবিবার বাংলা নববর্ষ ১৪৩১ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা হলরুমে আলোচনা সভায় এসে মিলিত হয়।
এ উপলক্ষে উক্ত আলোচনা সভায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান,নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজ্বী নাজিমউল্লাহ লিটন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দীন,শিক্ষক নেতা রবিউল নেওয়াজ ভূইয়া ফরিদ সহ প্রমুখ।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, দলীয় নেতৃবৃন্দ, এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।