ময়মনসিংহের নান্দাইলে প্রবাসী কল্যাণ ব্যাংক এর ১২২ তম শাখার অনুষ্ঠানিক ভাবে ফীতা কেটে শুভ সূচনা ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (২৯ জুন) নান্দাইল পুরাতন বাসস্টেন্ড সংলগ্ন ভূঁইয়া প্লাজায় উক্ত ব্যাংকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফয়জুর রহমান, এছাড়াও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের অঞ্চল প্রধান মাহবুবুল হাসান ,রুপালী ব্যাংকের ব্যবস্থাপক লায়লা আক্তার,কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরাজি সহ প্রমুখ।
এসময় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বব্যাবসায়ীবৃন্দ, বরেণ্য ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।