নান্দাইলে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-১

বাংলাদেশ চিত্র ডেস্ক

ময়মনসিংহের নান্দাইলে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল মহোদয়ের নির্দেশে নান্দাইল থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে।

আজ শুক্রবার( ৫ জুলাই) নান্দাইল মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে নান্দাইল মডেল থানাধীন নান্দাইল পৌরসভাস্থ ঝালুয়া মধ্যপাড়া গ্রামের জনৈক দিলু ভুইয়া (৫৫) পিতা- মৃত সফর আলী বেপারী সাং ঝালুয়া মধ্যপাড়া নান্দাইল ময়মনসিংহ এর দোকান ঘরের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে হাতেনাতে বিশিষ্ট মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ মিয়া (৩৫) পিতা- আব্দুল গফুর, মাতা- মোছাঃ আছমা আক্তার, সাং ঝালুয়া গোয়ালপাড়া নান্দাইল ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং তাহার হেফাজত হইতে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। উল্লেখিত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বেও মাদকসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামীকে ৫ জুলাই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share This Article