
মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে বিএনপির অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নড়াইল-মাগুরা সীমান্ত এলাকায় বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে মাগুরার মোবারকপুর ও নড়াইলের চাকুলিয়া গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা-২ আসনে দলীয় মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে বিএনপির অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এলাকায় আধিপত্য বিস্তারসহ দলীয় কোন্দলকে ঘিরেও দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
জানা যায়, মশাখালি গ্রামের তৌহিদ মেম্বার ও মোবারকপুরের কাইজার মোল্যার নেতৃত্বাধীন একটি গ্রুপ নিতাই রায় চৌধুরীর পক্ষে অবস্থান নেয়। অপরদিকে মোবারকপুরের নজরুল মোল্যা ও মশাখালির আলমগীর ফকিরের নেতৃত্বে অপর গ্রুপটি রবিউল ইসলাম নয়নের পক্ষ নেয়।
সোমবার রাতে বিএনপি ২৩৭ আসনের মনোনয়ন চূড়ান্ত করে মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই দুইপক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষে তিনজন আহত হন।
এর জেরে মঙ্গলবার সকালে উভয়পক্ষ ধারাল অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়, এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ১২ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।