নিবন্ধন পেলো এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল

বাংলাদেশ চিত্র ডেস্ক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)। ইতোমধ্যে এই সংক্রান্ত একটি গেজেট প্রকাশ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

আখতার আহমেদ বলেন, নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল মোট ১৪৩টি রাজনৈতিক দলকে নিয়ে। প্রথম পর্যায়েই ১২১টি দলকে নামঞ্জুর করা হয়। দ্বিতীয় পর্যায়ে বাছাই করা হয় ২২টি দল। এই ২২টি দলের মধ্যে ৩টি দল—এনসিপি, আম জনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ মার্কসবাদী), আমরা চূড়ান্ত করে পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করি।

তিনটি দলের মধ্যে শুধুমাত্র আম জনগণের পার্টি বিরুদ্ধে আপত্তি ওঠেছে জানিয়ে ইসি সচিব জানান, বাকি দুটি দল—এনসিপি ও বাসদ মার্কসবাদী দলের বিরুদ্ধে কোনও আপত্তি পাওয়া যায়নি। তাই তাদের নিবন্ধন চূড়ান্ত করা হয়েছে।

আম জনগণর পার্টি নিয়ে সিদ্ধান্ত জানতে চাইলে ইসি সচিব জানান, আম জনগণের পার্টির বিষয়ে আপত্তি থাকায় তাদের বিষয়ে শুনানি ও পর্যালোচনা চলবে।

ইসি সচিব বলেন, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, গণতান্ত্রিক পার্টি, জাসদ-শাহজাহান সিরাজ, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আমজনতার দল এবং জনতার দল এই দলগুলোর তথ্য পুনর্বিবেচনায় আনা হয়েছে। এদের তদন্ত হবে।

এসময় নিবন্ধন রিভিউয়ের সময়সীমা জানতে চাইলে তিনি বলেন, কাট-অফ টাইম এখন বলা যাচ্ছে না। এটা তফসিলের আগে হতে পারে, নাও হতে পারে। যখন পর্যালোচনাগুলো শেষ হবে, তখনই বলা যাবে। অনুমান নির্ভর কথা বলা ঠিক না।

শেষ মুহূর্তে নিবন্ধন পেলে এসব দলগুলো সুবিধা বঞ্চিত হবে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, যদি কেউ শেষ মুহূর্তে নিবন্ধন পায়, তাহলে তারা লেভেল প্লেয়িং ফিল্ড পাবে না। এটা বাস্তবতা।

নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবজারভারদের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন সচিব। তবে তালিকা প্রকাশের সময়সীমা ও নাম এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এসময় গণভোটের ব্যাপারে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, এখনও পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা কোনও নির্দেশনা পাইনি। নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেবো। কী নির্দেশনা পেয়েছি, আমাদের কর্মপরিকল্পনা কী বা প্রস্তুতির বিষয়টা।

জাতীয় পার্টি ও ১৪ দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা আপনারা কালকে দেখবেন এবং শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেন।

Share This Article