
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ বহনকারী একটি বাস উল্টে আহত হয়েছেন অন্তত ২০ পুলিশ সদস্য। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দামপাড়া ওয়াসা মোড়সংলগ্ন পুলিশ হেডকোয়ার্টারের অভ্যন্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য যাচ্ছিল একটি পুলিশবাহী বাস। এসময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে ধাক্কা দিয়ে বাসটি উল্টে যায়। আহত হন নারী পুলিশসহ অন্তত ২০ জন।
আহতদের মধ্যে কয়েকজনকে পুলিশ লাইন্স হাসপাতালে এবং বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে পুলিশ লাইন্সের ভেতরে রাখা হয়েছে।