নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ চিত্র ডেস্ক

নগরের আগ্রাবাদে একটি নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে পড়ে ৪৫ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহতের নাম মো. এরশাদ। তিনি নগরের ডবলমুরিং থানাধীন মৌলভী পাড়াস্থ রানাদের বাড়ির বাসিন্দা। নিহত এরশাদের দুই ছেলে ও এক মেয়ে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরের হাজীপাড়াস্থ আবু সৈয়দের বিল্ডিংয়ে সেন্টারিংয়ের কাজ করার সময় এ দুর্ঘনাটি ঘটে।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন ডবলমুরিং থানার ওসি কাজী রফিক।

তিনি বলেন, হাজীপাড়ায় ৪ তলা বিল্ডিং এর ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে এখনো নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share This Article