নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৪৪ জনকে গ্রেপ্তারের পর দলটির ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বুধবার বিকেলে রাজস্ব খাতে ক্রয়কৃত ২০টি নতুন গাড়ি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) হস্তান্তরের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের চেয়ে ঝটিকা মিছিলের সংখ্যা কিন্তু কমছে। ২৪৪ জনকে একযোগে হাতেনাতে ধরার পর সংখ্যাটা কমছে। আপনারা (গণমাধ্যম) যদি এভাবে সহযোগিতা করেন, তাহলে এগুলো আরও কমে যাবে। একসময় নাই হয়ে যাবে। অপরাধের সংখ্যাও কমছে।
তিনি বলেন, পুলিশের যানবাহনের স্বল্পতা অনেক দিন ধরে। ২০০ গাড়ি ক্রয় করা হয়েছে। এরপরও আরও গাড়ির স্বল্পতা থাকবে। যে পরিমাণ গাড়ির প্রয়োজন সে পরিমাণ গাড়ি আমাদের নেই। সেজন্য প্রধান উপদেষ্টার নির্দেশনায় ফাইন্যান্স উপদেষ্টা ও শিল্প উপদেষ্টার সহযোগিতায় সরকারিভাবে ২০০ গাড়ি ক্রয় করা সম্ভব হয়েছে। এ বছর হয়তো আরও অনেকগুলো গাড়ি ক্রয় করা হবে।
তিনি আরও বলেন, পুলিশের গাড়ির স্বল্পতা অনেক। তাছাড়া ব্যবস্থাপনার সমস্যাও আছে। ঢাকার ৫০টি থানার মধ্যে ২৫টি থানাই ভাড়া ভবনে। কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে পাঁচটি থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আরও দুটি থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কেউ কিছু আটকাতে পারবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, জনগণ হচ্ছেন বড় ফ্যাক্টর। আমাদের দেশে জনগণ কিন্তু নির্বাচনের ব্যাপারে অনেক বেশি সচেতন। এখনই কিন্তু চায়ের স্টলে নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আপনারাও প্রচার করবেন, যত দিন ঘনিয়ে আসবে আলোচনা আরও বেশি হবে। নির্বাচনটা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়, সেজন্য আমাদের সবার চেষ্টা থাকবে।