নূরের পাশে দাড়িয়েছে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ

আবু হুরাইরা

গবি প্রতিনিধি:

প্রাইভেট মেডিকেল কলেজের পাহাড়সম ব্যয়ভারের জন্য যোগ্যতা ও মেধা থাকা সত্বেও অনেক শিক্ষার্থীই প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে পারেনা। এমনি এক আর্থিকভাবে অস্বচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীর পাশে এসে দাড়িয়েছে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ

রবিবার (৩০জুন) গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ফটোগ্রাফি ক্লাবের সাধারণ সম্পাদক মো:নাঈমুল হাসানের নেতৃত্বে নবাগত ২৯ তম ব্যাচের আর্থিকভাবে অস্বচ্ছল ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী কাজল আহমেদ নুর-এর কাছে প্রথম বর্ষের বই এবং নতুন অ্যাপ্রোন তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ (জিএ সভি এম সি) এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. ইকবাল হোসাইন এবং জিএসভিএমসি ফটোগ্রাফি ক্লাবের ফ্যাকাল্টি এডভাইসর ডা. আশরাফী আক্তার জাহান।

এ সময় ডা. ইকবাল হোসাইন বলেন, “গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ একটি ব্যতিক্রমী মেডিকেল কলেজ। জন্মলগ্ন থেকেই এই মেডিকেল কলেজ সর্বদা মানবিক ডাক্তার তৈরি করার জন্য বদ্ধ পরিকর৷ নূর আমাদের সন্তান সে একদিন অনেক বড় ডাক্তার হয়ে এই মেডিকেল কলেজ এবং দেশের নাম উজ্বল করবে।”

জিএসভিএমসি ফটোগ্রাফি ক্লাবের ফ্যাকাল্টি এডভাইসর ও প্রথম ফেজের ফেজ কোওর্ডিনেটর ডা. আশরাফি আক্তার জাহান বলেন, “নূরের একাডেমিক সকল দায়িত্ব আমাদের। তার পড়াশোনার জন্য আমরা সর্বদা তার পাশে আছি। এই মেডিকেলের প্রত্যেকটি শিক্ষার্থী আমার সন্তানের মতো। আমি সবসময় চাই আমার প্রত্যেকটি সন্তান যেনো অনেক বড় অনেক দক্ষ এবং মানবিক ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়ায়।”

উল্লেখ্য, এবছর (২০২৩-২৪) সেশনে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের এমবিবিএস ২৯ তম ব্যাচে দরিদ্র কোটায় পড়ার সুযোগ পেয়েছে কাজল আহম্মেদ নূর।মেডিকেল ভর্তি পরীক্ষায় ৬৭ নাম্বার পেয়েও সেকেন্ড টাইমার হওয়ার কারণে তার ৫ মার্ক অতিরিক্ত কাটায় এবং সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ হারায়।

আ/বি

Share This Article