উজ্জল মিয়া, নেত্রকোণা জেলা প্রতিনিধি ::
বিশ্বব্যাপী আয়োজনের অংশ হিসেবে নেত্রকোনায় আজ শুক্রবার জাতীয় যুব ফোরাম – নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫। জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ দাবি এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই কর্মসূচিতে তরুণ–যুবক, শিক্ষার্থী, পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও নিজস্বভাবে তৈরি স্লোগান নিয়ে মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন। তাঁরা বলেন— তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বর্ষা, খরা, নদীভাঙন, ফসলহানি এবং স্বাস্থ্যঝুঁকি স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশ জলবায়ু সংকটের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
সমাবেশে বক্তারা বিশ্বনেতা ও নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“জলবায়ু ন্যায্যতা, নবায়নযোগ্য জ্বালানি, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ-সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে বৈজ্ঞানিক ও জরুরি পদক্ষেপ নিতে হবে।”
জাতীয় যুব ফোরাম নেত্রকোনা জেলা শাখার প্রতিনিধিরা জানান, তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পরিবেশবিষয়ক আন্দোলনকে আরও শক্তিশালী করতেই এ আয়োজন। তাঁদের দাবি,
“এখন আর সময় নেই— জলবায়ু সংকট মোকাবিলা জাতীয় অগ্রাধিকারের তালিকায় শীর্ষে রাখতে হবে।”