নোবিপ্রবি’তে প্লাস্টিক বোতলের পরিবর্তে গাছ বিতরণ কোয়েনের

বাংলাদেশ চিত্র ডেস্ক

জান্নাতুল জুঁই মুনা ,নোবিপ্রবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) তে কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (কোয়েন) এর উদ্যোগে প্লাস্টিক বোতল এর পরিবর্তে গাছ প্রদান করা হয়।

রবিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস আলী অডিটোরিয়ামে গাছ বিতরন কর্মসূচির উদ্ভোদন করা হয়।

বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ এর প্রতিপাদ্য বিষয় “Beat Plastic Pollution “ আর এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজনের উদ্যোগ নেন পরিবেশ বিষয়ক ক্লাবটি।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোবিপ্রবি’র বিজ্ঞান অনুষদের ডিন জনাব প্রফেসর ড.মোহাম্মদ আতিকুর রহমান ভুঁইয়া, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) জনাব অধ্যাপক ড. এস এম মাহাবুবুর রহমান, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. আনিসুজ্জামান রিমন, ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ড. মো: আব্দুস সালম ও শাহরিয়ার মোহাম্মদ আরিফুর রহমান, সঞ্জয় সাহা সনেট, মোহাম্মদ কামরুজ্জামান তুষার।

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান জনাব ড.মোহাম্মদ মহিনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিশেষ অতিথি প্রফেসর ড.মোহাম্মদ আতিকুর রহমান ভুঁইয়া বলেন, এ রকম আয়োজন আমাদের সকলকে অনুপ্রানিত করে৷ বর্তমান সময়ের যে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা পরিলক্ষিত করি তার জন্য এমন উদ্যোগ নেয়া আসলেই প্রয়োজন বলে আমি মনে করি৷এ রকম আয়োজনে জন্য আমি কোয়েনকে সাধুবাদ জানাই৷

সভাপতির বক্তব্যে জনাব ড.মোহাম্মদ মহিনুজ্জামান বলেন, আমি সব সময় এ ধরনের আয়োজনকে অনুপ্রানিত করি ও সাধুবাদ জানাই। আমরা সবাই যদি এ রকম আয়োজন সব সময় করতে পারি তাহলে পরিবেশ রক্ষা সহজ হয়ে উঠবে৷

অনুষ্ঠানের আয়োজক কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (কোয়েন) এর সভাপতি মাহমুদুল হাসান বলেন, প্রথম থেকেই আমরা চিন্তা করেছিলাম প্লাস্টিক দূষণ রোধে অংশগ্রহণ মূলক কি করা যেতে পারে। তখনি আমরা সবাই মিলে এই উদ্যোগ হাতে নিই। এতে করে বৃক্ষ রোপন যেমন হয়েছে তেমনি এখানে সেখানে পরে থাকা প্লাস্টিক বোতলও সংগ্রহ হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভার্সিটির প্রায় সব প্লাস্টিক বোতল কালেক্ট করে আমাদের দিয়েছে। আমরা ৫ জুন প্রায় ৩৫ কেজি প্লাস্টিক বোতল সংগ্রহ করেছি তার বিনিময়ে ১৫০ টি গাছের চারা প্রদান করেছি। পরিবেশ রক্ষায় সামনে আরো এরকম ব্যতিক্রমি উদ্যোগ আমরা গ্রহন করবো।

কোয়েন এর সাধারণ সম্পাদক মায়িশা মিশকাত বলেন-
বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ এ, আমাদের মূল উদ্দেশ্য ছিল ব্যাতিক্রমধর্মী উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা সৃষ্টি করার এবং আমরা আমাদের এই উদ্যোগে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা আনন্দিত যে, আমাদের উদ্দেশ্য সফল। এভাবেই সবার মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা সৃষ্টি হোক।

কোয়েনের কোষাধ্যক্ষ তনয় চৌধুরী বলেন, প্রকৃতি থেকে অনেক নিয়েছি এখন সময় প্রকৃতি কে ফিরিয়ে দেয়া। তাই এই ব্যাতিক্রমী উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল উদ্দেশ্য।

Share This Article