নোয়াখালীতে আইএফআইএল এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চৌমুহনী শাখায় দেশের প্রথম পূর্ণাঙ্গ শরীয়াহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষীকি পালিত হয়েছে।

২৭শে ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় এই প্রতিষ্ঠা বার্ষীকি চৌমুহনী শাখায় অনুষ্ঠানে কেক কেটে ও দোয়ার মাধ্যমে উদযাপন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে গ্রাহকদর জন্য মুদারাবা ওমরা ডিপাজিট স্কীম নামে ১টি নতুন প্রোডাক্ট চালু হয় যা দিয়ে গ্রাহকগন ১ বছর থেকে ৫ বছরের জন্য হিসাব খুলে আকর্ষনীয় মুনাফা সহ নগদায়ন করে ওমরা পালন করতে পারবেন।

এই সময় তারা বলেন, দেশের আর্থিক খাতে আইএফআইএল একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে এবং দেশের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

শাখা ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে সফলতা ও অর্জনের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

এই সময় চৌমুহনীর বিভিন্ন বিশিষ্ট ব্যবসায়ীগণ ও আইএফআইএর বিপুল সংখ্যক গ্রাহক ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

Share This Article