নোয়াখালীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয় বাংলা কনসার্ট

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে
বাংলাদেশ খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশের সঞ্চালনায় শুক্রবার রাতে বেগমগঞ্জ পাইলট স্কুল মাঠে এই জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরন। এতে উদ্বোধক ও পৃষ্ঠপোষকতায় ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাবু।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কনসার্টে শিল্পী হিসেবে মাতিয়েছেন বাংলাদেশের বিখ্যাত ও তরুন কণ্ঠশিল্পী ইমরান খান, লায়লা ও জনপ্রিয় ব্র্যান্ড শিরোনামহীন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ৭৫ বছরের দীর্ঘ পথচলার পরও আওয়ামী লীগ তার সাংগঠনিক শক্তিতে এখনো বলীয়ান। আওয়ামী লীগ চির তারুণ্যদীপ্ত সংগঠন। নেতাকর্মীদের চরম ত্যাগ-তিতিক্ষা ও বিরামহীন লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতির ময়দানে আওয়ামী লীগ আজ ৭৫ বছরের এক ইতিহাসের সাক্ষী। আওয়ামী লীগ তার গৌরবোজ্বল ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে সেই প্রত্যাশা করেন সবাই।

এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার লাভলি, বেগমগঞ্জ মডেল থানার ওসি তদন্ত ফরিদুল আলম, উপজেলা মহিলা লীগের সভানেত্রী জেসমিন আক্তার, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য জিহান আল রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিউল আজম পিন্টু, সদস্য এড. শরিফুল ইসলাম, ভিপি মেজবা উদ্দিন টুটুল সহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Share This Article