নোয়াখালীতে আওয়ামী লীগের পূর্তি প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে মিলাদ ও পুষ্পস্তবক অর্পণ

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ
আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে মাইজদী আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা, পৌর আওয়ামী লীগের আয়োজনে জেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ্ খান সোহেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু মিথুন ভট্ট, আওয়ামী লীগ, ছাত্রলীগ, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই সময় নেতাকর্মীরা বলেন, প্রতিষ্ঠার পর থেকে এই ভূখন্ডে প্রতিটি প্রাপ্তি ও অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে আওয়ামী লীগের সব নেতাকর্মী এবং সমর্থকরা শত প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগকে আজ মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছে বলেন তারা।

Share This Article