আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে।
সকালে দিবসটি উপলক্ষে উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরালে বেগমগঞ্জ উপজেলা, বেগমগঞ্জ মডেল থানা ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর বেগমগঞ্জ উপজেলা মুক্ত বিহঙ্গ চত্বরে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মৎস কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের সঞ্চালনায়
নির্বাহী অফিসার ইয়াসির আরাফাত সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন নোয়াখালী ৩ আসনের সংসদ সংদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন, বিশেষ অতিথি ছিলেন, চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ।
প্রধান আলোচনা রাখেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এ বি এম জাফর উল্লাহ। বক্তব্যে তারা বলেন, বঙ্গবন্ধু কখনো অপশক্তির কাছে মাথা নত করে নাই, বঙ্গবন্ধু তার আদর্শে আদর্শিত হয়ে সবাইকে চলার তাগিদ দেন। একাত্তরের যে দিনটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন সেই দিন টি বুকে ধারন করার আহবান ও জানান।
আলোচনা শেষে সমাজসেবা অধিদপ্তর থেকে ক্যান্সার, থ্যালাসেমিয়া, কিডনি আক্রান্ত রোগী ২০ জনকে মোট ৪১লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন এবং এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক গান পরিবেশন এবং দিবসটি উপলক্ষে নাচ গান চিত্রাঙ্কন রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গাউছুল আজম পাটোয়ারী, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, জেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, স্কুলের ছাত্র-ছাত্রী সহ আরো অনেকে।