নোয়াখালীতে গাছ কাটাকে কেন্দ্র করে শালিসি বৈঠকে মারধর : আহত ২

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় সালিসি বৈঠকে মারধর করে ২ জনকে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে কেশার পাড় ইউনিয়নের বিরকুট গ্রামের হাজি বাড়িতে। অভিযোগ সুত্রে জানা যায়, হাজি বাড়ির ওহিদুর রহমানের বসতভিটা থেকে প্রায় ১৮ টি মুল্যবান গাছ একই বাড়ির টি এন টি আবুল কাশেম রাতের অন্ধকারে কেটে নিয়ে যায়।

এই ব্যাপারে শুক্রবার সামাজিকভাবে বসলে বৈঠকের শেষ পর্যায়ে টি এন টি আবুল কাশেমের ছেলে সুলতানুল আরেফিন মাতাল অবস্থায় এসে সবার সামনে মামুনুর রশীদ স্বপন ও হাসমত উল্লাহ কে অকথ্য ভাষায় গাল মন্দ ও মাথায় এবং শরীরে আঘাত করে রক্তাক্ত করে।

অভিযুক্ত টি এনটি আবুল কাশেম গাছ কাটার ঘটনার সত্যতা অস্বীকার করেন এবং প্রতিপক্ষ তাকে ও তার ছেলেকে আহত করার অভিযোগ দেন।

এই বিষয়ে চেয়ারম্যান আবদুল হক সুমন জানান, গাছ কাটার বিষয়টি অবগত আছেন কিন্তু মারধরের বিষয় টি তিনি জানেন না। ঘটনার পর ভুক্তভোগীরা সেনবাগ থানায় ৩ জন কে আসামি করে একটি সাধারণ ডায়েরি করেন। সেনবাগ মডেল থানার সহকারী সাব ইন্সপেক্টর রঞ্জিত কুমার সাহা বলেন,
প্রাথমিক ভাবে গাছ কাটার বিষয় টি প্রমান মিলেছে। তদন্ত সাপেক্ষে পরে বিষয় টি বলা যাবে।

Share This Article