নোয়াখালীতে গৃহবধূ কে যৌতুকের দাবিতে ও পরকীয়ায় বাধা দেওয়ায় নির্যাতন সহ মারধর

বাংলাদেশ চিত্র ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে গৃহবধূ কে শ্বশুর বাড়ি কতৃক যৌতুকের দাবিতে নির্যাতন ও
পরকীয়ায় বাধা দেওয়ায় মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনা ঘটে শনিবার সকাল ৮ঘটিকায় বেগমগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের আশরাফ আলী পিয়ন বাড়ীর মৃত মুকবুল হকের ছেলে ইমাম উদ্দিন জায়েদের স্ত্রীর সাথে।

সরেজমিন ও ঘটনাস্থল থেকে জানা যায়, ২০২২ সালের ২৭ শে জানুয়ারিতে মৃত মুকবুল হকের ছেলে ইমাম উদ্দিন জায়েদের সাথে একই উপজেলার জিরতলী ইউনিয়নের
কুতুবপুর গ্রামের আলিম উদ্দিন ভুইয়া বাড়ির
মৃত গোলাম মোস্তফার মেয়ে বিবি কুলসুম এর সাথে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ব হয়। বিয়ের পর থেকেই শ্বাশুড়ি আয়েরা বেগম, তার মেয়ে ও তার বাশুরের বঊ সহ বিবি কুলসুম এর উপর চালায় শারীরিক ও মানসিক নির্যাতন। সেই সাথে বাশুর এনামুল হক ও তার স্ত্রী তাসলিমা আক্তার কলি তাকে সব সময় জ্বালাতন সহ নানান ভাবে হুমকি দিয়ে আসছে। কিন্তু বিবি কুলসুম তার সন্তান ও সংসারের দিকে তাকিয়ে কাউকে কিছু জানায় নি। এইসব অত্যাচার নির্যাতন সহ্য করে আসছে। এরপর বারবার নির্যাতন করে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় শ্বশুর বাড়ির লোকজন। এরপরই সামাজিক ও উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ সালিশ করে দিলেও তারা আরো ক্ষিপ্ত হয়ে যায়। আবার শুরু হয় যৌতুকের টাকা জন্য অমানুষিক নির্যাতন। তারা তার সতেরো মাসের সন্তানকে গরম পানি ঢেলে দিয়ে দুইজনকে আহত করে।

গৃহবধূ বিবি কুলসুম তার ভাই আবদুল মাজেদ কে মারধরের
বিষয়টি জানালে তারা শ্বশুর বাড়িতে গিয়ে তাকে উদ্বার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

ভুক্তভোগী বিবি কুলসুম বলেন, আমি আমার স্বামীকে অনেক বার বাবার বাড়ি থেকে টাকা এনে দিয়েছি। তারপর ও তারা আমাকে মারধর সহ মানসিক অত্যাচার করে। বারবার অত্যাচার করলেও আমি চুপ থাকতাম। আমার স্বামী পরকীয়ায় আসক্ত ছিলো। আমি এইসবের জন্য বাধা দিলে আমাকে মারধর করতো। তারপর ও আমি আমার সন্তানের দিকে তাকিয়ে সংসার করার জন্য আসতাম।

ভুক্তভোগী বিবি কুলসুমের ভাই আবদুল মাজেদ জানায়, আমরা যখন বিয়ে দিই তখন তারা আমাদের যেসব কথা বলে বিয়ে করতে চেয়েছে কিন্তু বিয়ের পরে সেটির বিন্দু মাত্র মিল খুজে পাই নি। তারপরও তারা আমার বোনের উপর আমাদের অজান্তে চালাতো শারীরিক ও মানসিক নির্যাতন। আমাদের বোন আমাদের কিছুই জানাতো না। এইসব কথা গোপন রাখার চেষ্টা করতো। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

স্বামীর বোনের জামাই নজরুল ইসলাম বলেন, আমি নিজেও এই বিষয়ে বিভিন্ন ভাবে অনেক বার চেষ্টা করেছি পারিবারিক ভাবে সমাধান করার জন্য। কিন্তু স্বামী ইমাম উদ্দিন জায়েদ ও তার মা আয়েরা বেগম কথা শুনেন নি।

এই বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় বিবি কুলসুম বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয় জানতে চাইলে অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানায়, আমরা তদন্ত করে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Share This Article