আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধে প্রবাসী নুর মোহাম্মদ এর বাড়িতে সীমানা প্রাচীর ভাংচুর ও স্ত্রী সহ কয়েক জনের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছিদ্দিক উল্যাহ ভূঁইয়া বাড়িতে। স্থানীয় সূত্রে ও ঘটনাস্থলে গেলে জানা যায়, প্রবাসী নুর মোহাম্মদ বাড়ির পাশে
উক্ত সম্পত্তির মধ্যে একটা ডুপ্লেক্স বাড়ি নির্মান করে এবং সম্পত্তির দক্ষিনপাশে বাড়ির গেইট নির্মান করে পাকা সীমানা প্রাচীর দেয় এবং পূর্ব, পশ্চিম, উত্তর পাশের সীমানা প্রাচীরে টিন ও ঢুলি বাঁশের বেড়া দেয়। বেড়া দেওয়াকে কেন্দ্র করে একই বাড়ির বেলাল হোসেন বাধা দেয়। এরপর পাশের গ্রামের আওয়ামী লীগ নেতা মো. পলাশ হোসেন বেলাল হোসেনের পক্ষে এসে সবার সামনে পিলার ও বেড়া গুলো লোকবল নিয়ে ভাংচুর করে। ওইসময় প্রবাসী নুর মোহাম্মদ এর পরিবার এসে বাধা দিলে স্ত্রী সহ কয়েক জন মহিলার উপর হামলা ও অকথ্য ভাষায় গালমন্দ করে।
আরো জানা যায়, এই প্রেক্ষিতে আগেও এই নিয়ে গ্রাম্য শালিসি ও উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু কোন সুরাহা না হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খোকন ও অপর পক্ষের শালিসি মাদবর মিরওয়ারিশপুর আওয়ামী লীগ নেতা মো. পলাশ হোসেন বিষয়টি সমাধানে কাজ করে যাচ্ছেন।
আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান খোকন জানায়, ঘটনাটি সাথে সাথে জানার পর ঘটনাস্থলে যায়। এরপর পলাশ হোসেনকে সুরাহার আশ্বাস দিলেও অভিযুক্ত পলাশ হোসেন কথা না শুনে তার সামনে সেটি ভাংচুর করে নিচে ফেলে দেয়। যদিও উভয় পক্ষের বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের এবং মামলা চলমান পক্রিয়াধীন আছে।
অভিযুক্ত পলাশ হোসেনের থেকে ভাংচুরের বিষয়টি সত্যতা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। কে বা কারা ঘটিয়েছে সেটি তিনি জানেন না। সেই সাথে ওই জায়গায় বেলাল হোসেনের সম্পত্তি পাবে বলে তিনি জানান।
এই বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক মো.মাহবুব আলম বলেন, ভাংচুরের বিষয় তিনি কিছুই জানেন না। তারপরও তিনি এই বিষয়ে উভয় পক্ষের ভালোর জন্যে সমধানে কাজ করছেন।