আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নোয়াখালী জেলার উদ্দ্যেগে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
মাইজদী শহীদ ভুলু স্টেডিয়াম সংলগ্ন দারুল ঈমান মোহাম্মাদিয়া মাদরাসায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অত্র ফাউন্ডেশনের নোয়াখালী জেলার সভাপতি হাফেজ মাও.মুফতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল আজিম ও এডভোকেট কাজী এবিএম শাজাহান শাহিন।
এতে প্রধান বিচারক হিসাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব হযরত মাওলানা হাফেজ ক্বারী মেরাজুল ইসলাম এবং সহযোগী বিচারকের দায়িত্ব পালন করেন হযরত মাওলানা ক্বারী কামালুদ্দিন।
নোয়াখালী জোন ভিত্তিক প্রতিযোগিতায় নোয়াখালী জেলার প্রায় ৫০টি মাদ্রাসা থেকে ২৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে । তাদের মধ্যে প্রাথমিক বাছাই পর্বে ২৫ জন প্রতিযোগীকে ইয়েস কার্ড পেয়ে ফাইনালের জন্য নির্বাচিত করা হয় এবং ৫ পারা গ্রুপের বিজয়ী ১০ জনকে ক্রেস্ট সহ পুরস্কার প্রদান করা হয় ।
প্রতিযোগীতার ফাইনাল পর্ব আগামী মাসে ঢাকার শ্যামলীতে অবস্থিত ঐতিহ্যবাহী গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
এই সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের নোয়াখালী জেলার মহাসচিব হাফেজ ক্বারী আব্দুর রাজ্জাক রাজিব এবং সহ-সভাপতি হাফেজ ক্বারী ইকবাল হোসেন জাহাঙ্গীরসহ আরো অনেকেই ।