নোয়াখালীতে টানা চল্লিশ দিন পাচ ওয়াক্ত নামায আদায় করায় সাইকেল পেলো ৩৫ কিশোর

সহ সম্পাদক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: 

নোয়াখালীতে টানা ৪০ দিন যাবত তাকবীরে উলামায়ে সাথে নামাজ আদায় করার পরিষ্কার হিসেবে সাইকেল উপহার পেল ৩৫ কিশোর। এইছাড়াও বাকি অংশগ্রহণ কারী কিশোরদেরকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়

সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের হাসান টোলা বকশী হাজী জামে মসজিদ প্রাজ্ঞনে হাসান টোলা যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্দ্যেগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে 

হাসান টোলা বকশী হাজী জামে মসজিদের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও হাসান টোলা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ঢাকার মাদরাসায়ে দারুর রাশাদ এর মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি ওমায়ের কোব্বাদি। বিশেষ অতিথি ছিলেন নুর গ্রুপের প্রতিনিধি মাওলানা ইয়াকুব সাহেব ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোঃ শাহ আলম, লক্ষীপুর টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার শায়খ হারুন আল মাদানী, হাসান টোলা বকশী হাজী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আবদুল হালিম।

নুর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান ও এম এন কনস্ট্রাকশন লিমিটেডের ডিরেক্টর নিয়ামুতুল হুদা তানভিরের অর্থায়ানে এই পুরষ্কার গুলো অতিথিবৃন্দরা কিশোরদের হাতে তুলে দেওয়া হয়। 

এমন মহৎ উদ্যোগকে সাফল্যমন্ডিত করায় নুর গ্রুপের চেয়ারম্যান, জনাব মাহফুজুর রহমানকে হাসানটোলা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

Share This Article