আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে নোয়াখালীতে শুরু হয়েছে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা। বেগমগঞ্জ উপজেলা মুক্ত বিহঙ্গ চত্বরে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাইফুল আলম।
প্রদর্শনীতে ৩৫টি স্টলে খামারী গরু, ছাগল, হাঁস, মুরগি, পোল্ট্রি খামার, খোরগোশ, কবুতর সহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন ও খামারীদের উদ্বুদ্ধ করা এবং বেকার যুবকদের খামার তৈরির জন্য উৎসাহিত করার লক্ষ্যে প্রাণিসসম্পদ প্রদর্শনীর এই আয়োজন করা হয়।
এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত ও উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ বিভিন্ন স্টল গুলো প্রদর্শন করেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের ৩ টি বিভাগে ভাগ করে সনদ ও চেক বিতরণ করা হয়।
বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়
উপজেলা প্রাণিসম্পদের বাস্তবায়নে আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণু পাল, প্রশাসন বিভাগের কর্মকর্তা এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।