নোয়াখালীতে দিনমজুর রনিকে দুর্ঘটনায় আহত চিকিৎসায় প্রতিবাদী কন্ঠের উদ্দ্যেগে সহায়তা প্রদান 

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের অসহায়  ও দিনমজুর মোহাম্মদ শাখায়েত উল্লাহর ছেলে দুর্ঘটনায় আহত মোহাম্মদ রনিকে চিকিৎসা বাবদ খরচের জন্য সামাজিক ও মানবিক সংগঠন  প্রতিবাদী কন্ঠের উদ্দ্যেগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কামলা বাড়ির অসহায় গরীব দিনমজুর শাখায়েত উল্লাহর একমাত্র ছেলে মোহাম্মদ রনি ২০ই আগস্ট বানিজ্যিক শহর চৌমুহনীর মহেষগঞ্জ বাজারে মাল বোঝাই ট্রাক উঠতে গিয়ে  অটোরিক্সা কে ধাক্কা দিলে পড়ে ট্রাকটি রনির পায়ের উপর উঠে যায়। এতে রনির বাম পা মারাত্মক ভাবে আহত হয় ও পায়ের হাড় ভেঙে চুরমার সহ পায়ের রগ ছিড়ে যায়।

রনির বাবা মোহাম্মদ শাখায়েত উল্লাহ বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে রাবেয়া প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মাইজদী গ্রামীণ হাসপাতালে নিলে রক্ত পড়া বন্ধ নাহ হলে তারা দ্রুত ঢাকায় প্রেরণ করেন।

পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার পায়ের একটা অপারেশন হয়েছে আরেকটি অপারেশন করতে হবে। চিকিৎসা খরচ ও অপারেশন সহ প্রায় ৪-৫ লাখ টাকা প্রয়োজন। তাই আর্থিক অবস্থা খুবই খারাপ থাকার কারণে মানবিক মানুষদের প্রতি আর্থিক সহযোগিতার চেয়েছেন।

এই সুবাদে মানবিক ও সামাজিক সংগঠন প্রতিবাদী কন্ঠের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ হাজি আজিম মিয়া ও আজীবন সদস্য পিন্টু আহমেদ ঢাকা পঙ্গু হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসা সেবার জন্য রনির হাতে সহায়তা প্রদান করেন। 

আহত রনির বাবা মোহাম্মদ শাখায়েত উল্লাহ রনির চিকিৎসা খরচ ও সুস্থতা চেয়ে সমাজের বিত্তবান ও মানবিক সংগঠন ও হৃদয়বান ব্যক্তির কাছে সহযোগিতা চেয়েছেন।

Share This Article