নোয়াখালীতে নব নিবাচিত জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুকে সংবর্ধনা প্রদান

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলা পরিষদ এর নব-নির্বাচিত চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী ৩আসনে সংসদ ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরন।

নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কায়ালয়ে কুরআন তেলোয়াত মধ্য দিয়ে জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু কে ফুলের শুভেচ্ছা বিনিময় প্রদান করেন, ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূইয়া সহ সদস্য ফোরামের নেতৃবৃন্দ।

ফোরামের দপ্তর ও সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী ইমন এর সঞ্চালনায় ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূইয়ার সভাপতিত্বে, বিশেষ অতিথি নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, জেলা পরিষদের সদস্য জহির উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাশেম ভূইয়া, আবদুল মালেক সহ ইলেকট্রনিক,প্রিন্ট মিডিয়া ও অনলাইন সাংবাদিক প্রমুখ বৃন্দ উপস্থিত ছিলেন ছিলেন।

অতিথিদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান শেষে ফোরামের নতুন সদস্যদের ফুল দিয়ে বরন করে নেন।

Share This Article