
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের মিলাদ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার চৌমুহনী চৌরাস্তায় বেগমগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যেগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহিরের নেতৃত্বে ১১ই জুন প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ ও পথচারীদের মাঝে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষে তারা বলেন, ১/১১ এর অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকাকালে শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে। এরপর তিনি কারা মুক্তি হোন।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন তারা।
এই সময় উপস্থিত আরো ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আব্দুল মালেক, উপজেলা সদস্য হুমায়ুন কবির, সুমন শিকদার, বাবলু মেম্বার ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরো অনেকে।