
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বেগমগঞ্জ উপজেলায় প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ফুলেল শ্রদ্ধা জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সহকারি মাধ্যমিক অফিসার জহিরুল ইসলামের পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে বেগমগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসীম কুমার দাস, উপজেলা প্যানেল চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি, বেগমগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ আনোয়ার ইসলাম।
অতিথিদের বক্তব্যে বলেন, ৭৫-এর ১৫ আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া ইসলামি ফাউন্ডেশনের উদ্দ্যেগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, র্যালি, কোরআন খতম, সাংস্কৃতিক, রচনা প্রতিযোগিতা সহ স্ব স্ব বিষয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান আনসারি, প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট শরিফুল ইসলাম, ইসলামিক ফাউণ্ডেশনের সুপার ভাইজার আজিজ উল্লা,রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিবাবক, ছাত্র ছাত্রী সহ আরো অনেকে।